ময়মনসিংহ জেলা শ্রমিক নেতা হাবিবুর রহমান হাবিবের রুহের মাগফেরাত কামনায় ভালুকায় দোয়া মাহফিল

- আপলোড সময়: ০৯:৪১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ৯১ বার পড়া হয়েছে

ওমর ফারুক তালুকদার,ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহ জেলা অটো ট্যাম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিবের রুহের মাগফেরাত কামনায় ভালুকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা শ্রমিকদলের কার্যালয়ে অটো ট্যাম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়েছে। উপজেলা অটো ট্যাম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ সরকার, উপজেলা অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আরিফুল ইসলাম আরিফ, পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব আলম মোল্লা, উপজেলা অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, পাঁচ রাস্তা মোড়ের রোড পরিচালনা কমিটির সভাপতি এস এম সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, শ্রমিকদলের ৬ নং সদর ইউনিয়নের যুগ্ন আহবায়ক আবু সাইদ, মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের এর সদস্য মোঃ ফালান মিয়া সহ আরও অনেকে। এসময় শ্রমিক নেতা হানিফ মিয়াসহ উপস্থিত সকলেই জেলা শ্রমিকদল নেতা হাবিবুর রহমান হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। উল্লেখ্য গত ১৭ই আগস্ট রবিবার দুপুরে শ্রমিক নেতা হাবিবুর রহমান হাবিব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।