মোহাম্মদ সেলিম, স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কুশানগর গ্রামে ওমান প্রবাসী খোকন মিয়ার জমির সীমানা প্রাচীর ভাংচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোমবার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা যায়, খোকন মিয়া পৈত্রিক সূত্রে এবং ক্রয়কৃত মিলিয়ে মোট সাড়ে ১২ শতাংশ জমি মালিকানা সূত্রে দখলে নিয়ে পাকা পিলার ও তারের বেড়া দেন। রবিবার বিকেলে প্রতিবেশী আশ্রাব আলী (৫৮), শামছুল হক (৫২), মাসুদ (৩৫), মাহফুজ (৩২), জেসমিন (৩৮) ও হালিমা খাতুন (৫৫) দা-বল্লম নিয়ে হামলা চালিয়ে বেড়া ভেঙে ফেলে এবং হত্যার হুমকি দেয়।
স্থানীয় বাসিন্দারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দলিলপত্র যাচাইয়ে জমির মালিকানা খোকন মিয়ার বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সালিশে জমি ফেরতের নির্দেশ দিলেও অভিযুক্তরা তা অমান্য করছে।
খোকন মিয়া বলেন, "আমার নামে জমির দলিল ও খাজনা খারিজ হয়েছে। অথচ প্রভাব খাটিয়ে আমার জমি দখলের চেষ্টা চলছে। আমি সরকারের কাছে ন্যায়বিচার চাই।"
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.