ওমর ফারুক রনি, গাইবান্ধা প্রতিনিধিঃ- গাইবান্ধার বেসরকারি সংগঠন সীডস্ এন্ড পেস্টিসাইডস্ অফিসার্স অ্যাসোসিয়েন এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) জেলার ফুলছড়ি উপজেলার বালাশী ঘাট এলাকায় এ বনভোজন অনুষ্ঠিত হয়। এদিন দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, র্যাফেল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সংগঠনটির সদস্যরা। আয়োজকরা জানান, কর্মজীবনের কারণে বিভিন্ন জেলা থেকে আগত বেসরকারি বীজ এবং কীটনাশক কোম্পানিতে চাকুরির সুবাদে এই সংগঠনের সাথে তারা জড়িত। শত ব্যস্ততার মাঝে তারা নিরিবিলি স্থানে আয়োজিত এ বনভোজনে অংশগ্রহণ করে খুশি। এদিন সকালেই সংগঠনের ৭০ জন সদস্য গাইবান্ধা থেকে বালাশীর উদ্দেশে রওনা হয়। সেখানে পৌঁছে বিভিন্ন অনুষ্ঠান, দুপুরের খাবার গ্রহণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মোবাইল সেট, প্রেসার কুকার, হটপট, ফ্রাই প্যানসহ বিভিন্ন পুরস্কারসামগ্রী তুলে দেন সীডস্ এন্ড পেস্টিসাইডস্ অফিসার্স অ্যাসোসিয়েন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ওবাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য জিএম হুমায়ুন কবির রাবিক হাসান, আজিজুর রহমান, রুহুল আমিন, মমিনুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.