তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ভালুকায় লিফলেট বিতরণ

- আপলোড সময়: ০৬:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ৩৩৫ বার পড়া হয়েছে

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহের ভালুকায় লিফলেট বিতরন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজার মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে ইউনিয়ন যুবদলের উদ্যোগে ওই লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ডাকাতিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফির উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে এবং যুবদল নেতা তারেক আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ও ইউনিয়ন গ্রাম আদালতের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ দক্ষিন জেলা মৎসজিবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, যুবদল নেতা সাইফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ অন্যান্যরা।