ময়মনসিংহ ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় জবরদখলীয় বনভূমি উদ্ধার আটক-৫

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ২৫১ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের অধীনে হবিরবাড়ী মৌজার ১১০ নম্বর দাগে ২০ধারা গেজেট বিজ্ঞপ্তিত বনভূমিতে সিমানা প্রাচীর নির্মান কালে জবরদখল কারী ৫জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে স্থানীয় বনবিভাগ। বনবিভাগ সূত্রে জানা যায় (২৮জুন) শনিবার দুপুরে সীমানা প্রাচীর ও গেইট নির্মানের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ অফিসারের নেতৃত্বে হবিরবাড়ী বিট অফিসার আনোয়ার হোসেন খানসহ সকল ষ্টাফ অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে জবরদখলীয় কোদাল, বেলচা, ইট, সিমেন্টও বিভিন্ন সরঞ্জামাদিসহ পাচজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে স্থানীয় বনবিভাগ। আটক কৃতরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে মোঃ সুজন মিয়া (৪০), ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মোঃ ছামছুল হকের ছেলে মোঃ রহিম ইসলাম (৩০), ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে মোঃ জজ মিয়া (৩৬), ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নেন মৃত হাসমত আলীর ছেলে মোঃ বিল্লাল (৪৫), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, উপজেলার চরআলগী গ্রামের মৃত আঃ মানহাসের ছেলে মোঃ রিপন (৪১), কে হাতে নাতে আটক করা হয়। হবিরবাড়ী বিট অফিসার মোঃ আনোয়ার হোসেন খান, বলেন হবিরবাড়ী মৌজার সি.এস ১১০ নং দাগের সরকারী গেজেট বিজ্ঞপ্তিত ও ২০ ধারার সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাচজনকে আটক করা হয়েছে তাদের সাথে থাকা আরও ১০/১২ জন আসামী দৌড়াইয়া পালিয়ে গেছে। ভালুকা রেঞ্জ অফিসার মো: হারুন উর রশীদ খান বলেন বনভূমি জবরদখল কারীদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় জবরদখলীয় বনভূমি উদ্ধার আটক-৫

আপলোড সময়: ১২:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের অধীনে হবিরবাড়ী মৌজার ১১০ নম্বর দাগে ২০ধারা গেজেট বিজ্ঞপ্তিত বনভূমিতে সিমানা প্রাচীর নির্মান কালে জবরদখল কারী ৫জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে স্থানীয় বনবিভাগ। বনবিভাগ সূত্রে জানা যায় (২৮জুন) শনিবার দুপুরে সীমানা প্রাচীর ও গেইট নির্মানের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ অফিসারের নেতৃত্বে হবিরবাড়ী বিট অফিসার আনোয়ার হোসেন খানসহ সকল ষ্টাফ অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে জবরদখলীয় কোদাল, বেলচা, ইট, সিমেন্টও বিভিন্ন সরঞ্জামাদিসহ পাচজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে স্থানীয় বনবিভাগ। আটক কৃতরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে মোঃ সুজন মিয়া (৪০), ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মোঃ ছামছুল হকের ছেলে মোঃ রহিম ইসলাম (৩০), ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে মোঃ জজ মিয়া (৩৬), ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নেন মৃত হাসমত আলীর ছেলে মোঃ বিল্লাল (৪৫), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, উপজেলার চরআলগী গ্রামের মৃত আঃ মানহাসের ছেলে মোঃ রিপন (৪১), কে হাতে নাতে আটক করা হয়। হবিরবাড়ী বিট অফিসার মোঃ আনোয়ার হোসেন খান, বলেন হবিরবাড়ী মৌজার সি.এস ১১০ নং দাগের সরকারী গেজেট বিজ্ঞপ্তিত ও ২০ ধারার সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাচজনকে আটক করা হয়েছে তাদের সাথে থাকা আরও ১০/১২ জন আসামী দৌড়াইয়া পালিয়ে গেছে। ভালুকা রেঞ্জ অফিসার মো: হারুন উর রশীদ খান বলেন বনভূমি জবরদখল কারীদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।