ত্রিশালে এখন মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীদের আতঙ্কের নাম ওসি মুনসুর আহাম্মদ

- আপলোড সময়: ০৭:৪৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ১১৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ত্রিশাল থানায় কিছু দিন আগেও মাদক কারবারিদের দৌড়াদৌড়ি ছিল। যেন স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল তাদের এই ব্যবসা। রাস্তাঘাটের বিভিন্ন পয়েন্টে ওপেন মাদক বিক্রি করা হতো বলে জনমনে সব সময় ছিল আলোচনা। কিছুতেই মাদক ও জুয়া বন্ধ করা যাচ্ছিল না। বর্তমানে এই জনপদের দৃশ্যপট পাল্টে গেছে। গ্রেপ্তার আতঙ্কে দিন কাটাচ্ছে কুখ্যাত মাদক কারবারীরা।
এলাকার সচেতন মানুষের গোপন তথ্য মতে ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা খেয়েছেন বেশ কয়েকজন কুখ্যাত মাদক কারবারি। বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক কারবারি,জুয়াড়ী ও সন্ত্রাসীদের কাছে এক আতঙ্কের নাম ওসি মুনসুর আহাম্মদ। ত্রিশাল পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের কেরানী বাড়ির মোড়ে আলোচিত মাদক কারবারি মিনা বেগম ও উপজেলার কোনাবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী ফেরদৌসীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করার ফলে এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন ওসি মুনসুর আহাম্মদ।জানা গেছে অন্যান্য মাদক বিক্রিতা ও তাদের সহযোগীদের গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছেন। চলছে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান।
ত্রিশাল পৌর সভার নওধার এলাকার সাজ্জাদ হোসেন সোহাগ বলেন, মাদক কারবারি মিনাকে গ্রেফতার করার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের হাত রক্ষা করলো ওসি সাহেব। উনার নিরলস প্রচেষ্টায় মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়েছে। একই এলাকার মানিক মিয়া ও ইব্রাহিম খলিল ইবু বলেন,এলাকা মাদকের করালগ্রাসে নিমজ্জিত ছিল। দিনদিন যুবসমাজে মাদকের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা বেড়েই চলছিল সেই মুহূর্তে মাদক বিক্রেতাদের আটক করছেন পুলিশ।এখন এলাকায় কেউ আর মাদক বিক্রি করার সাহস পাচ্ছে না। জানা গেছে, ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে মাদক নির্মলের লক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে উঠান বৈঠক,জনসাধারণের সাথে মতবিনিময় সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথেও মাদক নির্মূলের ভূমিকা বিভিন্ন আলোচনা চলমান রয়েছে। তাদের সহযোগিতায় মাদক মুক্ত সমাজ গড়তে কাজ করছেন পুলিশ। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এই অভিযান সব সময় অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।