মোহাম্মদ সেলিম, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ-ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির ৮৮ হাজার ৫ শত টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহ্নত দু‘টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এক প্রেস বিফ্রিং করে স্থানীয় সংবাদ কর্মীদের এ তথ্য জানান। তিনি আরও জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর ত্রিশাল থানার এস আই শেখ গোলাম মোস্তফা রুবেল, এস আই নাহিদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার কোনাবাড়ী সামালের মোড় নামকস্থানে নওশের আলীর হাফ বিল্ডিং ঘরের ভিতর হতে ফেরদৌসি (৩৯) ও বকুল মিয়া (৩৭) নামক দুই জনকে ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা ও নগদ ৮৮ হাজার ৫শত টাকা এবং দু‘টি মোবাইল ফোন জব্দ করা হয়। ওসি মনসুর আহাম্মদ ত্রিশালকে মাদক মুক্ত করার জন্য সচেতন নাগরিক ও সংবাদ কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।তিনি জানান, তাদের বিরুদ্ধে ধারা -৩৬(১) সারণির ৮ (গ)/১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রজু হয়েছে। মামলা নং ৩২।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.