সংবাদ শিরোনাম :
ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৬:১৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ১৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের পাশে এলস্কয়ার লিমিটেড কারখানার সামন (২২জুন) রবিবার সকালে নাজমুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত নাজমুল ইসলাম পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশ কান্দা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে সে চাকুরির খুঁজে গত তিন-চার দিন আগে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় আসে তার এক বন্ধুর বাসায় আসেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ট্যাগস :