ভালুকায় সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

- আপলোড সময়: ১০:০০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ২১২ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহের ভালুকার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সফল ৪ বারের চেয়ারম্যান বর্তমান ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর পিতা আলহাজ্ব আবু বকর সিদ্দিক মঙ্গলবার (১৭জুন) দিবাগত রাত ২টার সময় সিডস্টোর বাজারস্থ উনার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার আনুমানিক বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে উনি ৫ ভাই, ৩ বোন, ৫ ছেলে ও ৫ মেয়ে সহ অশংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মরহুমের সহোদর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী লাল মাহমুদ সরকার জানান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু বকর সিদ্দিক ১৯৭১ সালে ১১নং সেক্টর কমান্ডার আবু তাহের ও ১১নং সাব সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহমেদের অধিনে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের রিলিফ চেয়ারম্যান ও প্রায় সাড়ে ১৭ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। উনি দীর্ঘ সময় হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। উনি হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা। বুধবার (১৮জুন) বাদ আছর হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে জানাজা শেষে কলেজের শহীদ মিনারের পাদদেশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।