ময়মনসিংহ ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান মিলেছে নানা অনিয়ম ও দুর্নীতির সন্ধান

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ১০৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা খাতে স্বচ্ছতা আনতে এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, মঙ্গলবার (১৭জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে হাসপাতালের চিকিৎসা সেবার মান, রোগীদের খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতা এসব ক্ষেত্রেই নানা অনিয়ম পাওয়া যায়। অভিযান শেষে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদেরকে এ সব তথ্য নিশ্চিত করেছে দুদক। প্রেস ব্রিফিং এ দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, চিকিৎসা সেবার মান, রোগীদের খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতা সব ক্ষেত্রেই নানা অনিয়ম পাওয়া গেছে। ওষুধ সরবরাহ না করেও বিতরণের রেকর্ড রাখা হয়েছে এবং পাঁচ টাকার টিকিট দশ টাকায় বিক্রির তথ্যও পাওয়া গেছে। তিনি আরও জানান, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান মিলেছে নানা অনিয়ম ও দুর্নীতির সন্ধান

আপলোড সময়: ১২:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা খাতে স্বচ্ছতা আনতে এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, মঙ্গলবার (১৭জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে হাসপাতালের চিকিৎসা সেবার মান, রোগীদের খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতা এসব ক্ষেত্রেই নানা অনিয়ম পাওয়া যায়। অভিযান শেষে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদেরকে এ সব তথ্য নিশ্চিত করেছে দুদক। প্রেস ব্রিফিং এ দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, চিকিৎসা সেবার মান, রোগীদের খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতা সব ক্ষেত্রেই নানা অনিয়ম পাওয়া গেছে। ওষুধ সরবরাহ না করেও বিতরণের রেকর্ড রাখা হয়েছে এবং পাঁচ টাকার টিকিট দশ টাকায় বিক্রির তথ্যও পাওয়া গেছে। তিনি আরও জানান, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন।