আনিস হত্যার দ্রুত চার্জশিট প্রদানের দাবীতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

- আপলোড সময়: ১২:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ১২৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ- রিকশা ব্যাটারি রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার সদস্য আনিসুর রহমান ওরফে ঠান্ডা মিয়ার হত্যাকান্ডের চার্জশিট দ্রুত প্রদান এবং সকল ব্যাটারি চালিত যানবাহন চালকদের জীবনের নিরাপত্তা সহ তিন দফা দাবি তে (১৭জুন) সকাল ১১টায় গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ হয়।ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখা এবং নিহত আনিসুরের এলাকাবাসী ওই বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করে।
আনিসুরের চাচা মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের গাইবান্ধা জেলার প্রধান উপদেষ্টা বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী উপদেষ্টা সুকুমার চন্দ্রমোদক উপদেষ্টা ইসরাত জাহান সংগ্রাম পরিষদের জেলা নেতা লাভলু মিয়া, রাজা মিয়া, আবদুল খালেক, শাওন সরকার, আনিসুরের স্ত্রী কবিতা বেগম, ছেলে প্রান্ত, বন্ধু রিজুসহ আরও অনেকে। প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী বলেন “গত ২৪ এপ্রিল ‘২৫ রাতে ইজিবাইক সংগ্রাম পরিষদের সদস্য আনিসুর কতিপয় দুর্বৃত্ত কর্তৃক গাইবান্ধা জেলা স্টেডিয়ামের পাশে নির্মমভাবে খুন হন। সদর থানা পুলিশ ৪জন আসামি কে গ্রেপ্তার করেছে।তাদের স্বীকারোক্তির ভিত্তি তে পুলিশ আনিসুর এর গাড়ি সাদুল্যাপুর উপজেলা থেকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আনিস হত্যাকান্ডের পর প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ তদন্ত করে চার্জ শিট প্রদান করে নি এবং হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেনি। তিনি অবিলম্বে সুষ্ঠু চার্জশিট প্রদান আলামত উদ্ধার এবং জেলার সকল রিকশা ভ্যান ইজিবাইক চালকদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন করার দাবি জানান।