ওমর ফারুক তালুকদার,ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধায় উপজেলার রাজৈ ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একই এলাকার মোঃ সুন্নত আলী গংরা দীর্ঘদিন যাবত মেহেদী হাসান সাহাজের ২৩ শতক জমি জবর দখলের পাতারা করে আসছিলো তারই জেরে অভিযুক্তরা শাহাজের উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত শাহাজকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় আহত মেহেদী হাসান সাহাজ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.