ময়মনসিংহ ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের উপর হামলা ভাংচুর

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০১:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি পৌরসভার ৯নং ওয়ার্ড কাঠালী এলাকায়। (৪ জুন) বুধবার উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে উভয় পক্ষ ভালুকা মডেল থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন। কামরুল ইসলাম ঢালী জানান, প্রতিপক্ষ বাটারফ্লাই ম্যানুফ্যাকটারিং কোম্পানীর সহযোগীতায় আমান উল্লাহ খান মাখনের নির্দেশনায় মাহবুবুল আলম দুলু জোরপূর্বকভাবে আমার পৈত্রিক জমি দখল করতে পায়তারা করছে। আমার জমিনের সীমানার কাটাতারের বেড়া ভেংগে দিয়েছে এবং আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের জন্য সালিশ বসলেও কোন সমাধান হয়নি। ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কান্সিলর মাহবুবুল আলম দুলু বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি বিচার প্রক্রিয়াধিন আছে। এছাড়াও উল্লেখিত বিষয়ে ভালুকা মডেল থানা থেকে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য বলা হলেও থানার নিষেধাজ্ঞা অমান্য করে গত ৩০ মে বৃহস্পতিবার রাতে মাহবুবুল আলম দুলুর নেতৃত্বে আমাদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ব্যাপক ক্ষতি সাধন করেছে। একইভাবে আজকেও দুলুর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা চালায় ও ভাঙ্চুর করে আমার লোকদের মারধর করেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য বলা হয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের উপর হামলা ভাংচুর

আপলোড সময়: ০১:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি পৌরসভার ৯নং ওয়ার্ড কাঠালী এলাকায়। (৪ জুন) বুধবার উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে উভয় পক্ষ ভালুকা মডেল থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন। কামরুল ইসলাম ঢালী জানান, প্রতিপক্ষ বাটারফ্লাই ম্যানুফ্যাকটারিং কোম্পানীর সহযোগীতায় আমান উল্লাহ খান মাখনের নির্দেশনায় মাহবুবুল আলম দুলু জোরপূর্বকভাবে আমার পৈত্রিক জমি দখল করতে পায়তারা করছে। আমার জমিনের সীমানার কাটাতারের বেড়া ভেংগে দিয়েছে এবং আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের জন্য সালিশ বসলেও কোন সমাধান হয়নি। ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কান্সিলর মাহবুবুল আলম দুলু বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি বিচার প্রক্রিয়াধিন আছে। এছাড়াও উল্লেখিত বিষয়ে ভালুকা মডেল থানা থেকে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য বলা হলেও থানার নিষেধাজ্ঞা অমান্য করে গত ৩০ মে বৃহস্পতিবার রাতে মাহবুবুল আলম দুলুর নেতৃত্বে আমাদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ব্যাপক ক্ষতি সাধন করেছে। একইভাবে আজকেও দুলুর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা চালায় ও ভাঙ্চুর করে আমার লোকদের মারধর করেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য বলা হয়েছে।