ময়মনসিংহ ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপ জব্দ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মদ বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। রোববার (০১জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর থেকে উপজেলার হাজির বাজার এলাকা থেকে গাড়ি জব্দ ও মদগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২-৮৩৯২) চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের উপর দিয়ে ছিটকে মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন পিকআপটিতে কাঠের গুড়ার বস্তার নিচে ১৪ বস্তা ভারতীয় মদের বস্তা রয়েছে। পরে হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদগুলো উদ্ধার ও গাড়িটি জব্দ করে। বস্তাগুলোর মাঝে ম্যাজিক মোমেন্টস, রয়েল স্টিক, স্টারলিং ও আইকন হোয়াইট নামে ভারতীয় চার প্রকারের ৩৮৮ বোতল মদ ছিলো। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধিন। তবে গাড়ির চালক বা জড়িত সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপ জব্দ

আপলোড সময়: ১২:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মদ বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। রোববার (০১জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর থেকে উপজেলার হাজির বাজার এলাকা থেকে গাড়ি জব্দ ও মদগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২-৮৩৯২) চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের উপর দিয়ে ছিটকে মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন পিকআপটিতে কাঠের গুড়ার বস্তার নিচে ১৪ বস্তা ভারতীয় মদের বস্তা রয়েছে। পরে হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদগুলো উদ্ধার ও গাড়িটি জব্দ করে। বস্তাগুলোর মাঝে ম্যাজিক মোমেন্টস, রয়েল স্টিক, স্টারলিং ও আইকন হোয়াইট নামে ভারতীয় চার প্রকারের ৩৮৮ বোতল মদ ছিলো। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধিন। তবে গাড়ির চালক বা জড়িত সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।