ময়মনসিংহ ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় নকল শিশু খাদ্যসহ সরঞ্জাম উদ্ধার করছেন যৌথবাহিনী

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৭৭ বার পড়া হয়েছে

ওমর ফারুক রনি,গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার পৌর শহরের কুটিপাড়ায় তিনটি কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়ে নকল শিশু খাদ্যসহ সরঞ্জাম উদ্ধার করছে। মঙ্গলবার রাতভর সেনা বাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্র জানায়, গাইবান্ধা পৌর শহরের কুটিপাড়া  এলাকায় সরকারি বা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকাসহ বিভিন্ন ঠিকানা ব্যবহার করে বিভিন্ন ধরনের শিশু খাদ্য সামগ্রী উৎপাদন করছিলেন। খবর পেয়ে গত মঙ্গলবার  রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে। বুধবার দুপুরের উদ্ধার করা নকল খাদ্য সামগ্রীগুলো ধ্বংস করা হয়।

এ সময় জেলা সহকারী কমিশনার (সাধারন শাখা)  নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় কারখানার দুই মালিককে চার লক্ষ টাকা ও এক বছর করে কারাদন্ড, এছাড়ার আরেক কারখানার মালিক অঞ্জনা আকতার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। অপর কারখানার দুটির মালিক কারাদন্ড প্রাপ্ত হলেন, গাইবান্ধা সদর পৌর শহরের কুটিপাড়া গ্রামে নুরুল ইসলামের ছেলে মো. রঞ্জু মিয়া (৩২) ও হারুন অর রশিদের ছেলে মো. শাকিল মিয়া (৩০)।

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক পরশ চন্দ্র বর্মন, সেনাবাহিনী ক্যাপ্টেন আছিবসহ আইনশৃঙ্খলার সদস্যরা।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

গাইবান্ধায় নকল শিশু খাদ্যসহ সরঞ্জাম উদ্ধার করছেন যৌথবাহিনী

আপলোড সময়: ১২:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

ওমর ফারুক রনি,গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার পৌর শহরের কুটিপাড়ায় তিনটি কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়ে নকল শিশু খাদ্যসহ সরঞ্জাম উদ্ধার করছে। মঙ্গলবার রাতভর সেনা বাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্র জানায়, গাইবান্ধা পৌর শহরের কুটিপাড়া  এলাকায় সরকারি বা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকাসহ বিভিন্ন ঠিকানা ব্যবহার করে বিভিন্ন ধরনের শিশু খাদ্য সামগ্রী উৎপাদন করছিলেন। খবর পেয়ে গত মঙ্গলবার  রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে। বুধবার দুপুরের উদ্ধার করা নকল খাদ্য সামগ্রীগুলো ধ্বংস করা হয়।

এ সময় জেলা সহকারী কমিশনার (সাধারন শাখা)  নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় কারখানার দুই মালিককে চার লক্ষ টাকা ও এক বছর করে কারাদন্ড, এছাড়ার আরেক কারখানার মালিক অঞ্জনা আকতার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। অপর কারখানার দুটির মালিক কারাদন্ড প্রাপ্ত হলেন, গাইবান্ধা সদর পৌর শহরের কুটিপাড়া গ্রামে নুরুল ইসলামের ছেলে মো. রঞ্জু মিয়া (৩২) ও হারুন অর রশিদের ছেলে মো. শাকিল মিয়া (৩০)।

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক পরশ চন্দ্র বর্মন, সেনাবাহিনী ক্যাপ্টেন আছিবসহ আইনশৃঙ্খলার সদস্যরা।