ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই আবু হানিফ

- আপলোড সময়: ০৪:৪৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৯৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:- য়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে মার্চ ও এপ্রিল মাসে ওয়ারেন্ট তামিলে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ত্রিশাল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু হানিফকে পুরস্কৃত ও সম্মানিত করা হয়েছে। তার এ অর্জন জেলা পুলিশের কার্যকারিতা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পুলিশ সুপার কাজী আখতার উল আলম গত (১৯মে) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এএসআই আবু হানিফের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জেলা পর্যায়ের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, যারা আবু হানিফের এ সাফল্যে তাকে অভিনন্দন জানান। এএসআই আবু হানিফের এ কৃতিত্ব কেবল তার ব্যক্তিগত সাফল্যের পরিচায়ক নয়, এটি ত্রিশাল থানা এবং সামগ্রিকভাবে ময়মনসিংহ জেলা পুলিশের কর্মতৎপরতা ও জনসেবার প্রতিশ্রুতিরও প্রতিফলন। ওয়ারেন্ট তামিল বিচার প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা অপরাধীদের আইনের আওতায় আনতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অপরিহার্য ভূমিকা পালন করে। আবু হানিফের ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে, সঠিক প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে পুলিশ সদস্যরা কীভাবে সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। তার এ অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের অন্যান্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে, যা ভবিষ্যতে আরও কার্যকর পুলিশিং নিশ্চিত করবে। এএসআই আবু হানিফের এ দৃষ্টান্তমূলক কাজ জনমনে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।