সংবাদ শিরোনাম :
মোহনগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ১৫৬ বার পড়া হয়েছে

আরমান আহম্মেদ মিল্টন, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:- মোহনগঞ্জে বিএনপির নেতার বাড়ি ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম। মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহনগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম এর বাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক ও ৭নং গাগলাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : হাবিবুর রহমানকে হাসপাতাল রোডে তার বাসা হতে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।
একই অভিযানে নওহাল নিজ বাড়ি থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, গরুহাট্টা থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিল সিকদার, বড়কাশিয়া থেকে ছাত্র লীগের জয়েন সেক্রেটারি মাহমুদ আল নূর সমাপ্তকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার তাদেরকে সাতদিনের রিমান্ড চেয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করে মোহনগঞ্জ থানা পুলিশ।
ট্যাগস :