ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় গণপরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (০৩মে) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে এ পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয় ভালুকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কায়সার আহাম্মেদ কাজল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তিয়াস মাহমুদ শুভ, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য রাফি উল্লাহ চৌধুরীসহ নেতৃবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন-আসুন আমরা সকলে মিলে মিশে কাজ করে আমাদের চারপাশের পরিবেশটাকে সুন্দর করি এবং সুন্দর বাংলাদেশ গড়ি।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.