মধ্যনগর উপজেলায় অসহায়-দুস্থ্য ১০০ পরিবারের মাঝে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার চাল বিতরণ

- আপলোড সময়: ০৫:০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ১৮৬ বার পড়া হয়েছে

আরমান আহম্মেদ মিল্টন, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:- গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস কতৃক সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় অসহায়-দরিদ্র ১০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ৬০ কেজি চাল বিতরণ করা হয়। বিশ্বমন্দার প্রভাবে গত বেশ কিছুদিন যাবৎ মুদ্রাস্ফীতি এবং খাদ্যদ্রব্যের উর্দ্ধগতির কারণে এদেশের নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের পরিবারগুলো চরম দারিদ্রতার শিকার হচ্ছে। উক্ত পরিবারগুলোকে সহযোগিতা করাই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ অফিসের কর্মকর্তা এবং সরকারের স্থানীয় প্রশাসনিক ও গনপ্রতিনিধীবৃন্দ। জাকাত ফাউন্ডেশন কর্তৃক গরীব ও বঞ্চিত মানুষের মধ্যে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ প্রোগ্রামটি সকল মহল কর্তৃক প্রশংসিত হয়েছে।