খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় আগামী দিনের ভালুকার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনের ২৫ এপ্রিল শুক্রবার বিকেলে ভালুকা উপজেলা পরিষদের পুরাতন হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্র্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের সভাপিতত্বে ও হাবীব জেহাদীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মেজর এম এ হামিদ, গ্রুপ ক্যাপ্টেন খালেদ মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বীরক্তিযোদ্ধা নাজিমুদ্দিন, আশরাফ উদ্দিন মাস্টার, আব্দুল কাদের সরকার, আব্দুর রউফ, আব্দুল কাদের, নাগরিক কমিটির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান সোহেল, মুজাম্মেল হক, উপজেলা প্রতিনিধি ফাহাদ শেখ, আরাফাত সানী, নুরুল ইসলাম মেম্বার, সাকিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মফিজুল। এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে আগামী দিনের ভালুকাকে একটি পরিকল্পিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.