ভালুকায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

- আপলোড সময়: ০৫:২৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৫৬ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় যুবদল নেতা কালাম চিশতীর উপর হামলার প্রতিবাদে, উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৩ এপ্রিল) বিকালে উপজেলার মাস্টারবাড়ীতে ইউনিয়ন যুবদলনেতা আলফাজ উদ্দিন মৃধার সভাপতিত্বে ও শ্রমিক নেতা আহম্মদ আলী কুতুবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা স্বেচ্চাসেবকদলের আহবায়ক কমিটির, সদস্য মোঃ ইব্রাহিম খলিল, যুবনেতা আতিকুল ইসলাম সোহাগ, কাজল রানা, মোঃ আবুল কাসেম, আলামিন মন্ডল, সোহাগ, সাইফুল ইসলাম, মোঃ সুরুজ আহমেদ প্রমুখ। বক্তারা ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- যুবদল নেতা কালাম চিশতীর উপর যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় প্রশাসনের কাছে এই দাবি করছি। উল্লেখ্য গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে এগারটার সময় যুবদল নেতা কালাম চিশতী বাসায় ফেরার সময় আব্দুল গনি মাস্টার স্কুলের কাছে পৌছানো মাত্রই আগে থেকে উৎপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে তার উপর লাঠি, দা দিয়ে অতর্কিত হামলা চালায়।হামলায় মাথায় গুরুতর আঘাত পেলে প্রথমে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।