প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১২:১০ পি.এম
মোহনগঞ্জে দুর্বৃত্তের হামলায় মডেল মসজিদের সহ-কারী ইমাম আহত
আরমান আহম্মেদ মিল্টন, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:- মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মো.সাইদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের আলোকদিয়া সেতুর উপর এ ঘটনা ঘটে। তাকে এলাকাবাসী মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।
আহত সাইদুর রহমান বারহাট্টা উপজেলার ধারাম গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মোহনগঞ্জ মডেল মসজিদে সহকারী ইমাম পদে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে সাইদুর রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে আলোকদিয়া সেতুর পাশে চায়ের দোখানে চা খেয়ে ফিরার সময়
এমন সময় ৫-৬ জন যুবক তার ওপর হামলা চালায়। তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে কিল-ঘুষি মেরে ও পিটিয়ে রক্তাক্ত করেন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসঙ্গে হাসপাতালে থাকা সহকারী ইমামের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.