ভালুকায় পরিত্যাক্ত লাবনী সুটিংস্পট থেকে যুবকের লাশ উদ্ধার

- আপলোড সময়: ১২:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১৩৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় পরিত্যাক্ত একটি সুটিংস্পট থেকে সাবাব সরকার (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জীবনতলা গ্রামের পরিত্যাক্ত লাবনী সুটিংস্পট থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জীবনতলা গ্রামের ইউনিয়ন কৃষকদল নেতা হাফিজ উদ্দিন সরকারের ছেলে ড্রাম্পট্রাক চালক সাবাব সরকারকে সোমবার বিকেলে মোবাইলে পাওনা টাকা দেওয়ার জন্য ডেকে নেয়া হয়। মঙ্গলবার সকালে তার বাবার মোবাইলে ফোন দিয়ে এক ব্যক্তি জানান, স্থানীয় পরিত্যাক্ত লাভনী সুটিংস্পটে (এনটিভি প্রজেক্ট নামে পরিচিত) ছেলের লাশ পড়ে আছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশটি সনাক্ত করেন। লাশের হাতে ও মুখে আঘাতের চিহৃ রয়েছে। বাবার দাবি, তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে।