বলদীঘাট বিট অফিসার কর্তৃক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ

- আপলোড সময়: ১২:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- ৫ ই আগস্টে ছাত্র জনতার আত্মত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেন। আর এর পরপরই দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তবর্তীকালীন সরকার। আর দেশে বিভিন্ন জায়গায় হয়েছে একটি তুমুল পরিবর্তন। কিন্তু বন বিভাগে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। আর এই সুযোগের বন বিভাগের শ্রীপুর রেঞ্জের আওতাধীন বলদীঘাট বিট অফিস হয়ে গেছে দুর্নীতির আখড়া। বনের গাছ কাটা থেকে শুরু করে বনের জায়গা দখল করে বাড়ি নির্মাণ এগুলো যেন নিত্যদিনের হিড়িক হয়ে পড়েছে। বিট অফিসার বনি শাহাদাত যেন এগুলো বানিজ্য করে খাওয়ার দায়িত্বে রয়েছেন।
বলদীঘাট বিটের আওতাধী বাংলা বাজার এলাকায় ২৬০৯ দাগে নজরুল নামের এক ব্যক্তি করেছে বিশাল একটি বাড়ি খবর পেয়ে বিট কর্মকর্তা সেখানে গিয়ে দাওয়াত খেয়ে এসেছেন এবং করেছে পকেট ভারি। যুগির সিট এলাকায় জুতার ফ্যাক্টরি সামনে দুলাল নামের এক ব্যক্তি বনের জায়গা দখল করে ৮টি রুমের একটি বিশাল বাড়ির নির্মাণ করে সেখানে বিট অফিসার কোন পদক্ষেপ নেয়নি পরবর্তীতে এই দুলাল আবার ৫টি রুমের আরেকটি বিশাল বাড়ি নির্মাণ করেন। সেখানে কর্মকর্তা নীরব ভূমিকা পালন করেছে। রনি নামের আরেক ব্যক্তি ২৬০৯ করেছে বিশাল বাড়ি সেখানেও বিট অফিসারের নেই কোন পদক্ষেপ। যুগিরসিট এলাকায় নাজমুল মাস্টার করেছে একটি বিশাল বাড়ি। নাটকের বাজারে এলাকায় সম্পূর্ণ বনের জায়গা দখল করে হয়েছে একাধিক বাড়ি নির্মাণ। ডাক্তার-খানা বাজার এলাকায় জালাল নামের এক ব্যক্তি বনের জায়গা দখল করে করেছে বিশাল বাড়ি নির্মাণ। বলদীঘাট এলাকায় মিজান নামের এক ব্যক্তি বনের জায়গা দখল করে করেছে বিশাল বাড়ি। শিমুলতলা এলাকায় রহমান নামের এক ব্যক্তি গজারী গাছ কেটে ও বনের জায়গা দখল করে করেছে বিশাল বাড়ি নির্মাণ।বিট অফিসার খবর পেয়ে সেখানে গিয়ে দাওয়াত খেয়ে এসেছেন। শিমুলতলা এলাকায় পারুল নামের এক মহিলা বনের জায়গা দখল করে করেছে বিশাল বাড়ি। কাশিমপুর এলাকায় আলম মাস্টার নামের এক ব্যক্তি বনের জায়গা দখল করে করছে পাঁচ তলা ভবন। কাশিমপুর এলাকায় নুরু নামে এক ব্যক্তি বনের জায়গা দখল করে করেছে বিশাল বাড়ি।
গাজীপুরের শ্রীপুর রেঞ্জের আওতাধীন কাউরাইদ(বলদীঘাট) বিট অফিসের দুই বছর যাবত দায়িত্বে রয়েছেন বনি শাহাদাত। জানা গেছে এ বনী শাহাদাত আগে গাজীপুরের রাজেন্দ্রপুর এ ছিলেন। নিয়ম নীতি ভাঙার ফলে সেখানে ছয় মাসের অধিক সময় সাসমেন্ডে ছিলেন। সেখান থেকে বলদীঘাট বিটের দায়িত্বে আসেন এই বনি শাহাদাত।
গত ৩০ শে মার্চ দৈনিক সময়ের আওয়াজের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম নামের এক রিপোর্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বলদীঘাট অফিসার বনী শাহাদাতের অপকর্মের কিছু ভিডিও পাবলিস্ট করলে। ১ই এপ্রিল মুঠো ফোনে হোয়াটসঅ্যাপে এই বিট অফিসার রিপোর্টারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয়।
এই ব্যাপারে শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা রেঞ্জ অফিসার মোকলেসুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।