ময়মনসিংহ ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মোহনগঞ্জে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগে দল থেকে বহিষ্কার যুবদল নেতা 

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৪:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:- মোহনগঞ্জে  চাঁদা না পেয়ে জসীম উদ্দীন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব  ফয়সাল আহমেদ খোকন কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ১৫ মার্চ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সিদ্ধান্ত মোতাবেক সহ-দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তীতে মোহনগঞ্জ পৌর যুবদলের  সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন এর প্রাথমিক সদস্য সহ দলের সদস্য পদ বাতিল করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় জসিম উদ্দীনের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে খোকন ও তার লোকজন। পরে আহত জসীমকে উদ্ধার কর ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হলে তাকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম ব্যবসায়ী আহতের৷ বিষয়টি নিশ্চিত করেছেন। আহত জসীম উদ্দীন উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সির স্বত্ত্বাধিকারী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন। আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়। গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে এসেছেন তারা। তিনি আরও জানান, গ্রামের বাড়িতে জুমার নামাজ শেষে আড়াইটার দিকে মোহনগঞ্জ বাজারে যায় ইফতার কিনতে। পাথরঘাটা এলাকায় ইফতার কেনার সময় খোকনসহ ১০-১২ জন মিলে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে মমেক হাসাপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মো. আমিনুল ইসলাম।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

মোহনগঞ্জে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগে দল থেকে বহিষ্কার যুবদল নেতা 

আপলোড সময়: ০৪:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:- মোহনগঞ্জে  চাঁদা না পেয়ে জসীম উদ্দীন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব  ফয়সাল আহমেদ খোকন কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ১৫ মার্চ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সিদ্ধান্ত মোতাবেক সহ-দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তীতে মোহনগঞ্জ পৌর যুবদলের  সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন এর প্রাথমিক সদস্য সহ দলের সদস্য পদ বাতিল করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় জসিম উদ্দীনের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে খোকন ও তার লোকজন। পরে আহত জসীমকে উদ্ধার কর ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হলে তাকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম ব্যবসায়ী আহতের৷ বিষয়টি নিশ্চিত করেছেন। আহত জসীম উদ্দীন উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সির স্বত্ত্বাধিকারী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন। আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়। গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে এসেছেন তারা। তিনি আরও জানান, গ্রামের বাড়িতে জুমার নামাজ শেষে আড়াইটার দিকে মোহনগঞ্জ বাজারে যায় ইফতার কিনতে। পাথরঘাটা এলাকায় ইফতার কেনার সময় খোকনসহ ১০-১২ জন মিলে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে মমেক হাসাপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মো. আমিনুল ইসলাম।