আরিফ বিল্লাহ জামিল, বারহাট্টা প্রতিনিধি:- নেত্রকোণার বারহাট্টায় সারাদেশে খুন, ধর্ষণ আর নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াও জনতার শ্লোগানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বারহাট্টা বিক্ষুব্ধ যুব সমাজের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি সফল করা হয়। পাশাপাশি খুন ধর্ষণ আর নিপীড়নের বিরুদ্ধে সাত দফা দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। বুধবার বিক্ষুব্ধ যুব সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি সফল করার জন্যে উপজেলা বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল মডেল মোড়ে এসে জমায়িত হয়। পরে মডেল মোড় থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। উপজেলা পরিষদ চত্বরের সামনে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক, কমিউনিটি মবিলাইজার কামরুন্নাহার, পিংকী, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.