মিল্টন, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ঘটিকায় মোহনগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সারা দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানানো হয়। এতে বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান জকি, যুন্ম আহবায়ক-জাকির হোসেন কাকঁন, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, পৌর সদস্য সচিব কিরণ খাঁ ও কলেজ শাখা ছাত্রনেত্রী তাসলিমা আক্তার প্রীতি প্রমুখ।বক্তারা বলেন, দেশে নৈরাজ্য তৈরি করতে বিশাল ষড়যন্ত্র চলছে। সারা দেশে নারী ও শিশু নির্যাতনকারীদের অতি দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.