ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ''একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর'' শ্লোগানে দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়ন এর বিরুদ্ধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার সর্বস্তরের জনগণ। জানা যায়, (১০ ফেব্রুয়ারি) সোমবার বিকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষুব্ধ বিভিন্ন শ্লোগানে ফুঁসে ওঠে উত্তেজিত জনতা। উক্ত মানববন্ধনে আলহাজ্ব ড. আবুল কাশেম বক্তব্যে বলেন, এ দেশে নারী নিপীড়ন ও ধর্ষণ দেখতে চাইনা, ধর্ষকদের অনতিবিলম্বে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে এবং দ্রুত সময়ে বিচার কার্য শেষ করতে হবে। এসময় অন্যান্য বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন ইকবাল ঢালী, জিহাদুর রহমান, আমিনুল ইসলাম অভি, নেহাল আহাম্মেদ, হাসান মাহমুদ, রাকিব মাহমুদ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.