ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমি সুলভ মূল্যের বাজার

- আপলোড সময়: ১১:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে

খলিলুর রহমান:- পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সুলভ মূল্যের বাজার চালু করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় (৫ মার্চ) বুধবার রমজানের চতুর্থ দিন দুপুর থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে এই বাজার উদ্বোধন করা হয়েছে। বাজারটি উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রোকসানা খাইরুন নেছা। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান উপস্থিত ছিলেন। বাজার চলবে ঈদের আগের দিন পর্যন্ত। বাজারে শসা-৩৫, ডিম-৩৮, লেবু-৪০ ও দুধ-৭০ টাকা লিটারে বিক্রি করা হবে। এছাড়াও সপ্তাহে তিনদিন গরুর গোস্ত ৬ শত টাকা কেজি ধরে বিক্রি করা হবে। এমন ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে সাধারণ মানুষ। সুলভ মূল্যের বাজার ঘুরে এসে ভালুকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামরুজ্জামান মানিক জানান, অন্যান্য বাজারের তুলনায় উপজেলা প্রশাসনের সুলভ মূল্যের বাজারে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা যাচ্ছে। এতে করে নিম্ন আয়ের সাধারণ মানুষ উপকৃত হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে সুলভ মূল্যের বাজার নিম্ন আয়ের মানুষের ভোগান্তি কমাতে ও নিত্যপণ্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ মানুষের জন্য আশীর্বাদ হিসাবে দেখছেন অনেকেই। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গরুর গোস্ত ব্যতিত অন্যান্য কোন পণ্যে তাদের ভর্তুকি দিতে হবে না। তিনি জানান, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সরাসরি খামার থেকে পণ্য ক্রয় করে বাজারে নিয়ে আসছি এবং কোন মুনাফা ছাড়াই খামারের ক্রয় মূল্যে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে। সপ্তাহে ১দিন উপজেলা লেডিস ক্লাব ও ২দিন অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে সপ্তাহে তিনদিন গরুর গোস্ত বিক্রি করা হবে। এই বাজার সপ্তাহে তিনদিন চলবে। সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী বাজারে পণ্যের পরিধি বাড়ানো পরিকল্পনা রয়েছে। সুলভ মূল্যের এই বাজারটি চালু রাখতে সমাজের ভিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার।