ময়মনসিংহ ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফুলছড়িতে কৃষকের জমির ফসল জোরপূর্বক তোলার অভিযোগ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০১:০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জয়নাল আবেদীন নামের এক কৃষকের জমির ফসল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামের মৃত- নাগর আলীর ছেলে। এ ঘটনায় কৃষক জয়নাল আবেদীন এরআগে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগও করেছিলেন।

সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, রতনপুর মৌজায় জয়নাল আবেদীনের নিজ নামীয় প্রায় ৩ বিঘা জমি রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ সেই জমিতে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি উক্ত জমির মালিকানা দাবী করেন ওই গ্রামের রবিউল  মিয়া ও আব্দুল জলিল মিয়ার  লোকজন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে গাইবান্ধা আদালতে মামলা চলমান রয়েছে। এবছর জয়নাল আবেদীন তার জমিতে মরিচ, বেগুন, রসুন, পিয়াজ ও বাদামের চাষ করেছেন। শুক্রবার সকালে জয়নাল আবেদীনের চাষকৃত জমির মধ্যে দেড় বিঘার মরিচ ও বেগুনের ফসল জোরপূর্বক তুলতে থাকে প্রতিপক্ষ রবিউল  মিয়া ও তার লোকজন। এসময় জয়নাল আবেদীন এগিয়ে আসলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। কৃষক জয়নাল আবেদীন জানান, জমিতে ফসল উৎপাদন করে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে কোন রকমে সংসার চলে তার। শুক্রবার সকালে আকালু মিয়া সহ ১০/১২ জন ব্যক্তি জোরপূর্বক তার মরিচ ও বেগুন তুলতে থাকে। আমি এগিয়ে গেলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ভয়ে কিছুই করতে পারিনি। অভিযুক্ত ব্যক্তিরা তার জমির মালিকানা দাবি করেন। কিন্তু এই জমি নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে।তিনি বলেন, আমি অসহায় হওয়ায় তারা আমাকে ভয়ভীতি দেখায়। ফসলী জমি ও জীবনের নিরাপত্তা চেয়ে এরআগে থানায় অভিযোগও করেছি। তিনি ফসল কাটার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ফুলছড়িতে কৃষকের জমির ফসল জোরপূর্বক তোলার অভিযোগ

আপলোড সময়: ০১:০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জয়নাল আবেদীন নামের এক কৃষকের জমির ফসল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামের মৃত- নাগর আলীর ছেলে। এ ঘটনায় কৃষক জয়নাল আবেদীন এরআগে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগও করেছিলেন।

সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, রতনপুর মৌজায় জয়নাল আবেদীনের নিজ নামীয় প্রায় ৩ বিঘা জমি রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ সেই জমিতে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি উক্ত জমির মালিকানা দাবী করেন ওই গ্রামের রবিউল  মিয়া ও আব্দুল জলিল মিয়ার  লোকজন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে গাইবান্ধা আদালতে মামলা চলমান রয়েছে। এবছর জয়নাল আবেদীন তার জমিতে মরিচ, বেগুন, রসুন, পিয়াজ ও বাদামের চাষ করেছেন। শুক্রবার সকালে জয়নাল আবেদীনের চাষকৃত জমির মধ্যে দেড় বিঘার মরিচ ও বেগুনের ফসল জোরপূর্বক তুলতে থাকে প্রতিপক্ষ রবিউল  মিয়া ও তার লোকজন। এসময় জয়নাল আবেদীন এগিয়ে আসলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। কৃষক জয়নাল আবেদীন জানান, জমিতে ফসল উৎপাদন করে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে কোন রকমে সংসার চলে তার। শুক্রবার সকালে আকালু মিয়া সহ ১০/১২ জন ব্যক্তি জোরপূর্বক তার মরিচ ও বেগুন তুলতে থাকে। আমি এগিয়ে গেলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ভয়ে কিছুই করতে পারিনি। অভিযুক্ত ব্যক্তিরা তার জমির মালিকানা দাবি করেন। কিন্তু এই জমি নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে।তিনি বলেন, আমি অসহায় হওয়ায় তারা আমাকে ভয়ভীতি দেখায়। ফসলী জমি ও জীবনের নিরাপত্তা চেয়ে এরআগে থানায় অভিযোগও করেছি। তিনি ফসল কাটার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।