শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি আহত-৩

- আপলোড সময়: ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ- গাজীপুরের শ্রীপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে ৩জন আহত হয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং বিকাল তিটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নগর হাওলা মইজা বাইদ এলাকায় উভয় পক্ষের দাবি করা সম্পত্তিতে একপক্ষ বেড়া দিতে আসলে অপরপক্ষ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় ৩ জন নারী আহত হয়। পরে ্ওই তিন নারী প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে চলে আসেন।
মারামারিতে আহতরা হলেন, মৃত কিতাব আলীর মেয়ে ফুলি আক্তার (৪২),আবুল হোসেনের মেয়ে সুমি আক্তার (২৫) ও আবুল কাশেম মিয়ার স্ত্রী নূরজাহান বিবি (৬০)। তারা সবাই উপজেলার গাজীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশ সম্পত্তি স্থানীয় শালিসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করলেও স্থায়ীভাবে সমাধান হয় নাই।
পরে এই বিষয়ে আকলিমা আক্তার বাদি হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অবিযোগ দায়ের করেন, ১। মোঃ আজগর (৫৫), ২। ইন্নস আলী (৫০), ৩। ঈমান আলী (৬৫),৪। রনি (২৮),৫। শহিদুল ইসলাম (২৯), ৬। মোছাঃ কাঞ্চন (৪০), সর্ব সাং-নগর হাওলা, ইউপিঃ গাজীপুর, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর গণসহ অজ্ঞাতনামা ৮/১০ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, উক্ত বিবাদীগণ এলাকায় খুবই খারাপ, পরধন লোভী ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। এবং আকলিমা আকতার বলেন ,আমার পিতা তাহার জীবদ্দশায় বিগত ইং ০২/০১/১৯৮৩ তারিখে ১৬ নং সাফকবলা দলিল মূলে ৪নং ধনুয়া মৌজায় এস.এ-২৯৮, ৩৭৫, ১৬৩ ও আর.এস-৭৬ নং খতিয়ানে এস.এ-২৫৬, ২৫৭ ও আর.এস-৩১৩৫, ৪২২০ নং দাগে ২৮ শতাংশ জমি ক্রয় করিয়া ভোগ দখলে নিয়ত থাকা অবস্থায় মৃত্যু বরণ করিতে তাহার তেজ্যাবিত্ত সম্পত্তি আমি সহ আমার সহোদর অংশীদারগণ পৈত্রিক ওয়ারি সূত্রে মালিক হইয়া ভোগ দখলে নিয়ত আছি। গত বেশ কিছুদিন যাবৎ উক্ত বিবাদীগণ অন্যায় ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আমাদের বর্ণিত জমি জোর পূর্বক বেদখল করিয়া নেওয়ার অপচেষ্টা সহ আমাদেরকে সুযোগমত পাইলে মারধর সহ জান-মালের ক্ষতি সাধন করিবে বলিয়া বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়া আসিতেছে। উক্ত বিবাদীগণ বিভিন্ন ধরনের ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রয় করে। বিবাদীদের বিরুদ্ধে একাধিক মামলা মোকাদ্দমা রহিয়াছে। ইং ২৩/০২/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৩.০০ টার সময় উক্ত বিবাদীগণ অজ্ঞাতনামা ৮/১০ জন বিবাদী সহ দা, লাঠি, লোহার রড ইত্যাদি নিয়া আমাদের মালিকানাধীন ২৫৭ নং দাগের ১৯ শতাংশ জমি বেদখল সহ আমাদের বসত বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া ৩নং বিবাদীর হুকুমে আমাকে সহ আমার ভাগনি— সুমি আক্তার (২৫), বোন-ফুলি আক্তার (৪২), মাতা-নূর জাহান বেগম (৬০) কে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে ২নং বিবাদী আমার ব্যবহৃত একটি Realme Note ৫০-মডেলের মোবাইল, যার IMEI No-৮৬১৮৪০০৭৩৫৯৯১৭৪, ৮৬১৮৪০০৭৩৫৯৯১৬৬ ও মোবাইলের ভিতরে থাকা সিম নং-০১৭৩৯১১২৬০৮ সহ মোবাইলটি জোর পূর্বক কারিয়া নেয়, যাহার বিকাশ একাউন্টে-৫০০০/-টাকা রহিয়াছে। ৬নং বিবাদী আমার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন জোর পূর্বক কারিয়া নেয়। ১নং বিবাদী তাহার দুই হাতে আমার ভাগনির গলায় চাপ দিয়া ধরিয়া শ্বাস রোধ করিয়া হত্যার চেষ্টা করে এবং ৪নং বিবাদী আমার বসত ঘরের ভিতরে প্রবেশ করিয়া সুকেসের ড্রয়ারে রক্ষিত নগদ-৬০,০০০/-টাকা ড্রয়ারের তালা ভাঙ্গিয়া নিয়া নেয়। ঐ সময় আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিতে থাকিলে, বিবাদীরা আমাদেরকে খুন জখমের হুমকি দিয়া চলিয়া যায়। পরে স্থানীয় ভাবে আমাদের জখমের চিকিৎসা গ্রহন করিয়া বিষয়টি গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করিয়া আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে সু-বিচারের আশায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করি। অপরপক্ষের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত মো. ঈমান আলীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে মারামারির বিষয়টি অসিকার করে বলেন,এখানে কোন মারামারির ঘটনা গটেনি,কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়েছে। পরে আমি সবাইকে সরিয়ে দিয়েছি। আজগর আলীসহ অভিযোক্তদের বাড়িতে গেলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার এস আই রেজাউল করিম বলেন,অভিযোগ পাওয়ার পর সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছিলাম তবে অভিযুক্তদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। পরে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। উভয় পক্ষের কথা শোনে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।