ব্যক্তির স্বার্থে রাস্তার মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা

- আপলোড সময়: ০২:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৬৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সানকি ভাঙ্গা এলাকার তালুকদার বাড়ির পিছনে রাতের অন্ধকারে বেকু মেশিন দিয়ে একটি রাস্তা ঘেঁষে জমি থেকে মাটি খনন করা হয়েছে। এছাড়াও রাস্তার বেশ কিছু অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বর্ষা মৌসুমে সড়কটি ওই গর্তে বিলীন হযে যাওয়ার সম্ভাবনা রয়েছে।সরেজমিনে দেখা গেছে, মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা তালুকদার বাড়ি হয়ে মঠবাড়ি ইউনিয়নের খাগাটির সাথে সংযোগ হয়েছে এই সড়কটি। মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণে খাগাটি গ্রামের হাজার হাজার জনসাধারণ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এছাড়াও উক্ত এলাকায় ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে এই সড়কটি দিয়ে খাগাটি গ্রামের সকল শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। খাগাটি এলাকার মফিজ মুন্সী বলেন এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত চলাচল করে থাকি। রাস্তার পাশে যেভাবে মাটি খনন করা হচ্ছে বর্ষাকালে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাতের অন্ধকারে মাটি খনন করে গর্তের সৃষ্টি করেছে, আমরা এলাকাবাসী তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয় মুস্তাফিজ বলেন, আমাদের এই রাস্তা দিয়ে কয়েক গ্রামের হাজার হাজার লোক যাতায়াত করে। হঠাৎ রাস্তার ঘেঁষে জমির মালিক গোলাপ, মানচু, হিমেল, নজিবদের সহযোগিতায় দিপু ও খোরশেদ মিয়া রাস্তার পাশে বিশাল গর্ত করে মাটি খনন করছেন। গভীর গর্ত করার কারণে যেকোনো মুহূর্তে রাস্তা ভেঙ্গে যেতে পারে। প্রশাসনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবী জানান তারা। একই এলাকার ইকবাল হোসেন বলেন তারা জায়গাটি খনন করছেন পাশের জমিটা আমার। কোন গাইড ওয়াল ছাড়া খনন করার কারণে বৃষ্টি মৌসুমে আমার জমি তাদের খননকৃত গর্তে বিলীন হয়ে যাবে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মোক্ষপুর ইউনিয়নের নায়েব সাহেবকে সরেজমিনে গিয়ে আগামী রবিবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।