ময়মনসিংহ ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় সফিউল্লাহ আনসারী’র ছোটদের ছড়ার বই ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৯ বার পড়া হয়েছে

সাহিত্য প্রতিবেদক:- ছোটদের ছড়ার বই ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করেছে কাব্য কথা। কবি-ছড়াকার, সাংবাদিক সফিউল্লাহ আনসারী তার ছড়ার বইয়ে ছোটদের উপযোগী ছড়ায় প্রকৃতি, স্কুল, বই, ফুল-ফল, প্রাণীসহ নানা ধরনের বিষয় ছন্দময় করে শিশুদের জন্য রচনা করেছেন এই ছড়ার বই।

প্রাসঙ্গিকভাবে লেখক বইটিতে চমৎকার ভাবে সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন ছন্দের চিত্র। বইটির প্রচ্ছদ এঁকেছেন সজীব ওয়ার্সী। ছড়ার চমৎকার বইটি একুশে গ্রন্থমেলায় ক্ষুদে পাঠকদের মাঝে সাড়া ফেলেছে বলে জানান কাব্যকথা প্রকাশনীর কর্ণধার প্রকাশক জালাল খান ইউসুফী। কবি-ছড়াকার সফিউল্লাহ আনসারী’র ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ বইটি তার চতুর্থ ছড়াগ্রন্থ। লেখক শিক্ষকতা পেশার পাশাপাশি যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতায় জড়িত। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে সাহিত্য চর্চা করে চলেছেন।
‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ ছড়ার বইটি নিয়ে পাঠকের সাড়া ও শিশুদের মানসিক বিকাশে খুবই আশাবাদী লেখক।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

বইমেলায় সফিউল্লাহ আনসারী’র ছোটদের ছড়ার বই ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’

আপলোড সময়: ১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

সাহিত্য প্রতিবেদক:- ছোটদের ছড়ার বই ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করেছে কাব্য কথা। কবি-ছড়াকার, সাংবাদিক সফিউল্লাহ আনসারী তার ছড়ার বইয়ে ছোটদের উপযোগী ছড়ায় প্রকৃতি, স্কুল, বই, ফুল-ফল, প্রাণীসহ নানা ধরনের বিষয় ছন্দময় করে শিশুদের জন্য রচনা করেছেন এই ছড়ার বই।

প্রাসঙ্গিকভাবে লেখক বইটিতে চমৎকার ভাবে সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন ছন্দের চিত্র। বইটির প্রচ্ছদ এঁকেছেন সজীব ওয়ার্সী। ছড়ার চমৎকার বইটি একুশে গ্রন্থমেলায় ক্ষুদে পাঠকদের মাঝে সাড়া ফেলেছে বলে জানান কাব্যকথা প্রকাশনীর কর্ণধার প্রকাশক জালাল খান ইউসুফী। কবি-ছড়াকার সফিউল্লাহ আনসারী’র ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ বইটি তার চতুর্থ ছড়াগ্রন্থ। লেখক শিক্ষকতা পেশার পাশাপাশি যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতায় জড়িত। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে সাহিত্য চর্চা করে চলেছেন।
‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ ছড়ার বইটি নিয়ে পাঠকের সাড়া ও শিশুদের মানসিক বিকাশে খুবই আশাবাদী লেখক।