মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চন্দনাইশ উপজেলার দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেন।
জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাংগু থানার সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুদ্দীন, শুরা সদস্য মাওলানা আয়ূব আলী, কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আমীরুল ইসলাম।
চন্দনাইশ উপজেলা ইসলামীর আমীর মুহাম্মদ কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাংগু থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক আমীর ডাক্তার আব্দুল জলিল, চন্দনাইশ উপজেলার সাবেক সভাপতি মাস্টার নুরুল হুদা, সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি নাছের উল্লাহ, জামায়াত ইসলামী সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়ন সভাপতি সাংবাদিক আবুল বশর সিদ্দিকি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আসিফুল্লাহ আরমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.