সংবাদ শিরোনাম :
চন্দনাইশে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় শিশু নিহত

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৩:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় মোহাম্মদ ইব্রাহিম ইমাদ নামে (৪) একটি শিশু নিহত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দোহাজারী পৌরসভার রায়জোয়ারা এলাকায় নাজির বাপের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ইমাদ দোহাজারি পৌরসভা ঈদপুকুরিয়া এলাকার অছিউর রহমান ফকির বাড়ির ইমরান উদ্দিন পারভেজের ছেলে।
নিহতের নানী ফাতেমা বেগম জানান, গত ১০দিন আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে আমার মেয়ে ও নাতি। রবিবার সকালে আমাদের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় লালুটিয়া থেকে দোহাজারীগামী একটি অটোরিকশা ইমাদকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমাদকে মৃত ঘোষণা করেন।
ট্যাগস :