ত্রিশালে এই প্রথম ডেভিল হান্ট অভিযানে ইউপিঃ চেয়ারম্যান গ্রেফতার

- আপলোড সময়: ০৭:৩৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম, ময়মনসিংহ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ত্রিশালে অপারেশন ডেভিল হান্ট অভিযানে এই প্রথম উপজেলার সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে একটি ভাড়াবাসা থেকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে বৈষম্য বিরাধী ছাত্রদের উপর গত ৪ই আগষ্ট হামলার ঘটনার মামলায় চালান দিয়ে আদালত প্রেরণ করা হয়েছে। জানাগেছে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে ত্রিশাল উপজলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। উল্লখ্যঃ ত্রিশাল থানা সূত্রে জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গত ৪ই আগষ্ট হামলার ঘটনায় ত্রিশাল থানায় জাকির হোসেন চেয়ারম্যানসহ উপজেলার বিভিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা রয়েছে।