ময়মনসিংহ ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের ঘটনায় বিভ্রান্তিকর সংবাদে সংবাদ সম্মেলন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৪:০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৬৭ বার পড়া হয়েছে

টি.আই সানি, গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকার বাসিন্দা ও “রানা কম্পিউটার এন্ড ট্রাভেলস্” ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ সাকিব হাসান রানা এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় জৈনাবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাকিব হাসান রানা জানান, তার বন্ধু সাইদুল ইসলাম গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে নিখোঁজ হন। তবে কিছু গণমাধ্যমে এ ঘটনায় তার নাম জড়িয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করেছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, সাইদুলের নিখোঁজের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এমন মিথ্যা সংবাদ প্রকাশের ফলে আমি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এ ধরনের সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, সাইদুলের নিখোঁজের সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। যাতে প্রকৃত দোষীরা আইনের আওতায় আসে এবং আমি অহেতুক হয়রানি থেকে মুক্তি পাই।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার এবং প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানান।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

নিখোঁজের ঘটনায় বিভ্রান্তিকর সংবাদে সংবাদ সম্মেলন

আপলোড সময়: ০৪:০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

টি.আই সানি, গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকার বাসিন্দা ও “রানা কম্পিউটার এন্ড ট্রাভেলস্” ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ সাকিব হাসান রানা এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় জৈনাবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাকিব হাসান রানা জানান, তার বন্ধু সাইদুল ইসলাম গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে নিখোঁজ হন। তবে কিছু গণমাধ্যমে এ ঘটনায় তার নাম জড়িয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করেছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, সাইদুলের নিখোঁজের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এমন মিথ্যা সংবাদ প্রকাশের ফলে আমি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এ ধরনের সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, সাইদুলের নিখোঁজের সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। যাতে প্রকৃত দোষীরা আইনের আওতায় আসে এবং আমি অহেতুক হয়রানি থেকে মুক্তি পাই।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার এবং প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানান।