ময়মনসিংহ ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় কৃষিতেই স্বপ্ন দেখছেন আইনের ছাত্র ইমরান

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৩:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / ৮৪ বার পড়া হয়েছে

খলিলুর রহমান :- চাকুরী নয় কৃষিতেই সাফল্যের স্বপ্ন দেখছেন আইনের ছাত্র ইমরান। চাকুরী নামক সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে আমাদের যুব সমাজ যখন ক্লান্ত, ঠিক তখন কৃষি কাজে মনোনিবেশ করেছেন ক্যাপিটাল ল’ কলেজের আইন বিভাগের ছাত্র, তিতুমীর কলেজ থেকে

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স, মাস্টার্স পাশ ইমরান আহমেদ। ইমরান আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপর গ্রামের দুলাল ফকিরের ছেলে। ইমরান ৩বছর পর্বে নিজ গ্রামে ১০ বিঘা জমি ভাড়া নিয়ে উপজেলা মাল্টা, পেঁপেঁ, পেয়ারা, কলা ও শাকসবজি চাষ শুরু করেন। উপজেলা কৃষি অফিস তাকে ৫০টি মাল্টার চারা দেয়। বর্তমানে তার বাগানে ৪০০টি মাল্টা গাছ আছে। ইতিমধ্যে ২৫০মন পেঁপেঁ ৫লাখ টাকা বিক্রি করেছেন। এছাড়াও কাচা ও পাকা কলা বিক্রি করেছেন প্রায় এক লাখ টাকা। এবছর ৬ থেকে ৭টন পেঁপেঁ বিক্রি করতে পারবেন। বাগানে ইমরানের যা খরচ হয়েছে তা প্রায় উঠে এসেছে। এখন লাভের পালা। গত বছর তার তিন লাখ টাকা আয় হয়েছে। এবার ফলনও ভাল হয়েছে, খরচও কমে এসেছে। এবছর ১০ থেকে ১২ লাখ টাকা আয় করার স্বপ্ন দেখছেন ইমরান। শুরু হয়েছে পেয়ারা বিক্রি। ইতমধ্যে ১লাখ টাকা বিক্রি করেছেন। আরও ৪/৫লাখ টাকা বিক্রির আশা করছেন। দুইজন মাসিক বেতনের কর্মচারী সহ ইমরান নিজে বাগান পরিচর্যা করেন। ইমরান জানান, স্থানীয় ভাবে উৎপাদিত মাল্টা, পেপে ও পেঁপেঁ বাজারে অনেক চাহিদা। তার বাগানের কোন পণ্য বাজারে গিয়ে বিক্রি করতে হয়না। পাইকার এসে নিয়ে যায়। ধীতপুর গ্রামের সমাজসেবক তানভীর আহমেদ খান বলেন, ইমরানের বাগানটি আমি দেখেছি, আমাকে মুগ্ধ করেছে। ইমরানের কৃষি কাজ শিক্ষিত বেকার যুবসমাজকে আকৃষ্ট করবে বলে আমি মনে করি। সমাজসেবক শেখ আজমল হুদা মাদানী বলেন, ইমরানের কৃষি কাজ যুবসমাজকে কৃষিতে অনুপ্রাণিত করবে। বেকার যুবসমাজ যদি কৃষিতে আতœনিয়োগ করেন, তাহলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বেকার সমস্যার সমাধান হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান বলেন, ইমরানের কৃষিতে আতœনিয়োগ একটি অনপ্রেরণা মূলক বিষয়। তিনি জানান, তরুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস বিনা মূল্যে সার,বীজ প্রদান প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সকল প্রকার সহযোগীতা করে আসছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় কৃষিতেই স্বপ্ন দেখছেন আইনের ছাত্র ইমরান

আপলোড সময়: ০৩:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

খলিলুর রহমান :- চাকুরী নয় কৃষিতেই সাফল্যের স্বপ্ন দেখছেন আইনের ছাত্র ইমরান। চাকুরী নামক সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে আমাদের যুব সমাজ যখন ক্লান্ত, ঠিক তখন কৃষি কাজে মনোনিবেশ করেছেন ক্যাপিটাল ল’ কলেজের আইন বিভাগের ছাত্র, তিতুমীর কলেজ থেকে

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স, মাস্টার্স পাশ ইমরান আহমেদ। ইমরান আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপর গ্রামের দুলাল ফকিরের ছেলে। ইমরান ৩বছর পর্বে নিজ গ্রামে ১০ বিঘা জমি ভাড়া নিয়ে উপজেলা মাল্টা, পেঁপেঁ, পেয়ারা, কলা ও শাকসবজি চাষ শুরু করেন। উপজেলা কৃষি অফিস তাকে ৫০টি মাল্টার চারা দেয়। বর্তমানে তার বাগানে ৪০০টি মাল্টা গাছ আছে। ইতিমধ্যে ২৫০মন পেঁপেঁ ৫লাখ টাকা বিক্রি করেছেন। এছাড়াও কাচা ও পাকা কলা বিক্রি করেছেন প্রায় এক লাখ টাকা। এবছর ৬ থেকে ৭টন পেঁপেঁ বিক্রি করতে পারবেন। বাগানে ইমরানের যা খরচ হয়েছে তা প্রায় উঠে এসেছে। এখন লাভের পালা। গত বছর তার তিন লাখ টাকা আয় হয়েছে। এবার ফলনও ভাল হয়েছে, খরচও কমে এসেছে। এবছর ১০ থেকে ১২ লাখ টাকা আয় করার স্বপ্ন দেখছেন ইমরান। শুরু হয়েছে পেয়ারা বিক্রি। ইতমধ্যে ১লাখ টাকা বিক্রি করেছেন। আরও ৪/৫লাখ টাকা বিক্রির আশা করছেন। দুইজন মাসিক বেতনের কর্মচারী সহ ইমরান নিজে বাগান পরিচর্যা করেন। ইমরান জানান, স্থানীয় ভাবে উৎপাদিত মাল্টা, পেপে ও পেঁপেঁ বাজারে অনেক চাহিদা। তার বাগানের কোন পণ্য বাজারে গিয়ে বিক্রি করতে হয়না। পাইকার এসে নিয়ে যায়। ধীতপুর গ্রামের সমাজসেবক তানভীর আহমেদ খান বলেন, ইমরানের বাগানটি আমি দেখেছি, আমাকে মুগ্ধ করেছে। ইমরানের কৃষি কাজ শিক্ষিত বেকার যুবসমাজকে আকৃষ্ট করবে বলে আমি মনে করি। সমাজসেবক শেখ আজমল হুদা মাদানী বলেন, ইমরানের কৃষি কাজ যুবসমাজকে কৃষিতে অনুপ্রাণিত করবে। বেকার যুবসমাজ যদি কৃষিতে আতœনিয়োগ করেন, তাহলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বেকার সমস্যার সমাধান হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান বলেন, ইমরানের কৃষিতে আতœনিয়োগ একটি অনপ্রেরণা মূলক বিষয়। তিনি জানান, তরুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস বিনা মূল্যে সার,বীজ প্রদান প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সকল প্রকার সহযোগীতা করে আসছে।