ওমর ফারুক রনি, গাইবান্ধা প্রতিনিধিঃ- সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলের তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় রদবদল ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ পন্থী লোকদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তির প্রতিবাদে ২২ জানুয়ারী সন্ধ্যায় বারকোনা টু গাইবান্ধা সড়কে মানববন্ধন করে কামালের পাড়া ইউনিয়নের ভুক্তভোগী বিএনপির নেতা কর্মীরা । এ সময় বক্তব্য রাখেন কামালের পাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বিএনপির সহসাধারণ সম্পাদক ও কাউন্সিলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান, সাবেক বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক প্রার্থী মামুনুর রশিদ, সাবেক ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কাউন্সিলের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ কবির, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী দেলোয়ার হোসেন প্রমূখ। কাউন্সিলের ভোটার তালিকায় রদবদলের বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের সাথে কথা হলে তিনি জানান ওয়ার্ড কমিটি গুলো দলের নিয়ম অনুযায়ী ২০২২/২৩ সালে ভোটার তালিকা করেছে। সেই তালিকায় বিএনপি ছাড়া কোন আওয়ামী লীগের নাম তালিকায় নাই, তারা কোন প্রমান দেখাতে পারে নাই, প্রমান দেখতে পারলে দলের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.