ভালুকায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

- আপলোড সময়: ০৯:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮জানুয়ারি) বাদ এশা ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিরবাড়ী ইউনিয়ন জাসাসের সভাপতি সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রফিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ভালুকার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম সোহাগ, সাবেক ছাত্রদল নেতা জিল্লুর রহমান, ওলামা দল নেতা হাফেজ মঞ্জুর মাহমুদ প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও মাদরাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে বিনা চিকিৎসায় বাংলাদেশে রেখেছে অথচ উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেননি।দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করালে আল্লাহর রহমতে অনেক আগেই তিনি আরোগ্য লাভ করতেন। বর্তমানে লন্ডনে চিকিৎসার জন্য তিনি অবস্থান করছেন। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাসাস ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও ছাত্রদল নেতা শাকিব খানের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ন আহবায়ক মাওলানা মফিজুর রহমান।