বারহাট্টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

- আপলোড সময়: ০২:৪৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ১৩৫ বার পড়া হয়েছে

আরিফ বিল্লাহ জামিল,বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলা ৭নং রায়পুর ইউনিয়ন ফকিরবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে রায়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। রায়পুর ইউনিয়ন জামায়াতের আমির খায়রুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ বিভাগীয় সাবেক আমির অধ্যক্ষ মাওলানা
এনামুল হক সাহেব এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম সাহেব, বাংলাদেশ জামায়াতে ইসলামী বারহাট্রা উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাওলানা এম.এ. আবুল বাসার সাহেব, ফুল মিয়াসহ সকল ইউনিয়ন শাখার আমীর ও নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি বলেন ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রাকে রুদ্ধ করা যায়নি। বর্তমানেও কোন ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয়কে নস্যাৎ করার জন্য দেশে বহুমুখী চক্রান্ত চলছে। সেই অপতৎপরতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসী এই বিজয়কে নস্যাৎ করতে পারবে না। গণঅভ্যুত্থানের অর্জনকে কোনো অপশক্তি নষ্ট করতে চাইলে জামায়াতে ইসলামী ও দেশপ্রেমিক সচেতন নাগরিকেরা তা প্রতিহত করবে, ইনশাআল্লাহ