ভালুকায় ইতালি প্রবাসীর বাড়ী দুর্বেত্তের আগুনে পুরে ভস্মীভূত

- আপলোড সময়: ০৭:২৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ১০০ বার পড়া হয়েছে

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি :-ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে খিলবাড়ী এলাকায় ইতালি প্রবাসী মোঃ হেলাল মিয়ার বাড়ীতে গত (৩১ ডিসেম্বর) মঙ্গলবার ভোর রাতে দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় এতে ইতালি প্রবাসী মোঃ হেলাল মিয়ার বাড়িতে আগুন মুহূর্তেই সারা বাড়ীছড়িয়ে পড়ে।খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় একঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতালি প্রবাসী মোঃ হেলালের স্ত্রী মোছা: হাসিনা বলেন আমার স্বামী মোঃ হেলাল মিয়া ইতালি যাওয়ার পর থেকেই ভালুকা থানার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে খিলবাড়ী পুকুর পাড় সংলগ্ন আমার মা রহিমা খাতুন (৬২) ও আমি আমার ছোট মেয়ে তোয়া আফরিন (০৭) কে নিয়ে টিনশেড ঘরে বসবাস করে আসছি।
গত ইং- ২৮/১২/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় দুইটি টিনশেড ঘর তালাবদ্ধ করিয়া আমার মেয়ে মোছাঃ তোয়া (০৭) এর জিহ্বার অপারেশনের জন্য ময়মনসিংহ কমিউনিটি বেজড্ হাসপাতালে চলে যাই। পরে গত ইং- ৩১/১২/২০২৪ তারিখ ভোর অনুমান ০৪.০০ ঘটিকার সময় আমার প্রতিবেশী মোঃ কবিরের স্ত্রী রুবি আক্তার প্রকৃতির ডাকে ঘুম হইতে সজাগ হইয়া দেখিতে পায় আমার দুইটি টিনশেড বসতঘরে আগুন লাগিয়াছে।
তখন ওই প্রতিবেশী মোঃ কবির এর স্ত্রী রুবি আক্তারের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘুম হইতে সজাগ হইয়া আমার দুইটি টিনশেড বসতঘরে আগুন পানি দিয়ে নিভানোর চেষ্টা করে ও ভালুকা ফায়ার সার্ভিসকে মোবাইলে সংবাদ দেয়। ভালুকা ফায়ার সার্ভিস এর লোকজন ঘটনাস্থলে পৌঁছে ততক্ষণে দুইটি টিনশেড ঘর সম্পূর্ণরূপে পুড়ে যাইয়া ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ ৫,০০,০০০/-টাকাসহ অনুমান ১০,০০,০০০/- টাকার ক্ষতিসাধন হয়।
থানায় অভিযোগ দেয়ার পর ভালুকা মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।