ভালুকায় ছাত্রদল ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপলোড সময়: ১২:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ১৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় ছাত্রদল ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। (০১ জানুয়ারি) বুধবার দুপুরে বিএনপি কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের ব্যানারে বর্ণাঢ্য রেলী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সমবেত হয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা মাহমুদুল হাসান মানিকের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান মজু,আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুর রউফ, আহবায়ক কমিটির সদস্য হারেস ডাক্তার, ভালুকা উপজেলার যুবদলের যুবনেতা শামীম আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।