খলিলুর রহমান:- গত ১৮ ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে সা’দ পন্থীদের বর্বরোচিত হামলার বিচার ও সা’দ পন্থীদের নিষিদ্ধকরণের দাবীতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ভালুকার সর্বস্তরের তৌহিতী জনতার ব্যানারে জুবায়ের পন্থী স্থানীয় আলেম সমাজ এই অনুষ্ঠানের আয়োজন করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্ত¡রে প্রতিবাদ সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মুফতি আলমগীর কাশেমী, শায়খুল হাদিস আঃ মাজিদ, তাবলীগের মুরব্বী হাজ্ব লুৎফর রহমান, মুফতি আতিক উল্লাহ, হাফেজ মাফুজ আল মামুন প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মার্কাস মসজিদের ইমাম মুফতি ছগীর আহমেদ।
উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের মাওলানা সা’দ কান্ধলভি ও মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীদের পুরোনো বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় অন্তত ৪জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে টঙ্গী ইজতেমা মাঠ পুলিশ, র্যা্ ব, বিজিবি ও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ও সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.