ভালুকার নতুন ইউএনও হাসান আব্দুল্লাহ্
- আপলোড সময়: ০৬:৪০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ৩৫ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে তিনি যোগদান করেন। ৩৬তম বিসিএস প্রশাসনের চৌকুশ এই কর্মকর্তা এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। ইউএনও আলীনূর খানের বিদায় ও নবযোগদানকৃত ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ দায়িত্ব গ্রহণ কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফারহান লাবিব জিসান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদ্য বিদায়ী ভালুকা উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার কথা রয়েছে। ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ দায়িত্ত গ্রহনের পর তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচয় ও কোশল বিনিময় করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা, তিনি দালাল ও চাটুকার মুক্ত প্রশাসন উপহার দিবেন। পাশাপাশি, মাদক, বাল্যবিবাহ, বেহাত হওয়া সরকারী সম্পত্তি উদ্ধার, সরকারী সম্পত্তি সংরক্ষণ, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত একটি উপজেলা গড়ে তুলতে পেশাদারিত্বের স্বাক্ষর রাখবেন। উপজেলা প্রশাসন সাধারণ মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে এমনটাই সাধারণ মানুষ চায়।