ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
- আপলোড সময়: ১০:০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ৫৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় রোর ফ্যাশন নামক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষাভ করেছেন। সোমবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাঠালী পল্লী বিদুৎ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা বিক্ষোভ করেন তারা। জানা যায়, রোর ফ্যাশন কারখানায় মোট ১৩৫৮ জন শ্রমিক তার মধ্যে ১০৩১ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও ৩২৭জন শ্রমিকের বেতন বাকি ছিলো, বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধ করে রাখে কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, কারখানার কর্তৃপক্ষ গত দুই মাসের বেতন পরিশোধ না করলে শ্রমিকরা প্রথম কারখানার সামনে ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এত চরম ভাগান্তিতে পরেন দূর্পাল্লার যাত্রীরা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, মডেল থানা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর মধ্যস্থতায় শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে কারখানা কর্তপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয় এবং কারখানা কর্তৃপক্ষকে বলা হয়েছে দ্রুত বকেয়া পরিশোধ করতে, শিল্প পুলিশ সব সময় শ্রমিকদের পাশে আছ।