ভালুকায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপলোড সময়: ০৪:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৫০ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় সিটি গার্ডেনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলমগীর মাহমুদ আলম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আলহাজ্ব রোকনুজ্জামান সরকার রোকন। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এড. আনোয়ার আজিজ টুটুল।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, খালেকুজ্জামান তালুকদার হুমায়ূন, আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, গোলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, সারোয়ার জাহান এমরান, রুহুল আমিন, মোছা. খালেদা নার্গিস, উপজেলা বিএনপির সদস্য মীর তোফাজ্জল হোসেন জজ মিয়া, বাবুল সরকার, আব্দুর রহিম, নুরুল হক মন্ডল ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।