ভালুকায় হাতেম খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- আপলোড সময়: ০৯:১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে
(০৩ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে পৌর সদরের বাস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রহিম, নূরুল হক মন্ডল, উপজেলা যুবদল সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, সাবেক কাউন্সিলর শ্রী স্বপন বনিক, আমান উল্লাহ তাজুন, মাহবুবুল আলম দুলু, এস এম জাকারিয়া কামাল, সাইদুল ইসলাম, উপজেলা শ্রকি দল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর শ্রমিক দলের ভারপ্রপ্ত সভাপতি মাহবুল আলম মোল্লাহ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবদল নেতা খান সোহাগ, ছাত্রদল নেতা রাফিউল্লাহ চৌধুরী, বিএনপি নেতা ফজলুল হক, আশরাফুল আলম ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতা পিয়াস মাহমুদ শুভ প্রমুখ। এছাড়াও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য শাহ আমিনুল ইসলাম পাপ্পু।
সকাল সাড়ে দশটা থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহ বাসস্ট্যান্ড চত্ত্বরে মানববন্ধন স্থলে এস মিলিত হয়। সাড়ে ১১টার মধ্যে প্রায় ৫হাজার নেতা-কর্মীর জনসমাবেশে রূপলাভ করে মানববন্ধন স্থল।
এসময় বক্তারা বলেন, একজন সফল রাজনীতিক ও ব্যবসায়ী হাতেম খানের সফলতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল দীর্ঘদিন যাবত তাকে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ভাবে হ্যায় প্রতিপন্ন ও ক্ষতি সাধন করার লক্ষে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করে আসছে। নেতৃবৃন্দ হাতেম খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান।