ময়মনসিংহ ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় শত কোটি টাকা মূল্যের বন ভূমি পুন:জবর দখলের পায়তারা

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ৩৬৯ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের পাশে জনৈক প্রভাবশালী কর্তৃক শত কোটি টাকা মূল্যের প্রায় ৬ একর সংরক্ষিত বন ভূমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার হবিরবাড়ী মৌজার ১৫৪ নং দাগের ২০ ধারায় গেজেট বিজ্ঞপ্তিত প্রায় ৬ একর সংরক্ষিত বনভূমি ২০১০ সালে জবরদখল করে সীমানা প্রাচীর নির্মান করে জনৈক মোঃ আবু তালেব নাজমুল ইসলাম। দীর্ঘদিন যাবৎ জবরদখল করে রাখা বনভূমি উদ্ধার করে গত ২০২২-২০২৩ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় উডলট বাগান সৃজন করেছে স্থানীয় বনবিভাগ।
পুনরায় ওই বনভূমি জবর দখলের উদ্যেশ্যে বন বিভাগের রোপিত প্রায় ৩ হাজার আকাশ মনি গাছের চারা উপরেফেলে সেখানে ভোলডোজার দিয়ে মাটি কেটে জমির আকৃতি পরিবর্তন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সরেজমিনে গিয়ে উপরে ফেলা বন বিভাগের রোপিত চারা ও মাটি কাটার চিহ্ন দেখা যায়।
হবিরবাড়ী বিট অফিসার আশরাফুল আলম খান জানান, হবিরবাড়ী মৌজার ১৫৪নং দাগে মোট জমি ২৯৪.৩০ একর। সেখানে বন বিভাগের গেজেভূক্ত ২০১.৫০ একর। বনের গেজেট বিজ্ঞপ্তিত ০৫.৬২ একর জমিতে ২০২২-২০২৩ অর্থবছরে আকাশমনি ও আমলকি সহ বিভিন্ন প্রজাতির ২৫ হাজার চারা রোপন করেন বন বিভাগ। ২০ ধারায় গেজেট ভূক্ত সংরক্ষিত বন ভূমির প্রায় ৬একর জমি জবর দখলের উদ্দেশ্যে রোপিত চারা উপরে ফেলে এবং ভ্যাকু দিয়ে মাটি কেটে জমির আকৃতি পরিবর্তন করেছেন জনৈক মোঃ আবু তালেব নাজমুল ইসলাম। গত ১৭ (নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থল থেকে উপরিয়ে ফেলা খুটিসহ আকাশ মনি গাছে চারা ও বিভিন্ন আলামত জব্ধ করা হয়েছে। জবরদখল কারির বিরুদ্ধে বন আইনে মামলা সহ আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধিন।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ বলেন, বন ভূমি জবর দখলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত মোঃ আবু তালেব নাজমুল ইসলামের ফোন রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় শত কোটি টাকা মূল্যের বন ভূমি পুন:জবর দখলের পায়তারা

আপলোড সময়: ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের পাশে জনৈক প্রভাবশালী কর্তৃক শত কোটি টাকা মূল্যের প্রায় ৬ একর সংরক্ষিত বন ভূমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার হবিরবাড়ী মৌজার ১৫৪ নং দাগের ২০ ধারায় গেজেট বিজ্ঞপ্তিত প্রায় ৬ একর সংরক্ষিত বনভূমি ২০১০ সালে জবরদখল করে সীমানা প্রাচীর নির্মান করে জনৈক মোঃ আবু তালেব নাজমুল ইসলাম। দীর্ঘদিন যাবৎ জবরদখল করে রাখা বনভূমি উদ্ধার করে গত ২০২২-২০২৩ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় উডলট বাগান সৃজন করেছে স্থানীয় বনবিভাগ।
পুনরায় ওই বনভূমি জবর দখলের উদ্যেশ্যে বন বিভাগের রোপিত প্রায় ৩ হাজার আকাশ মনি গাছের চারা উপরেফেলে সেখানে ভোলডোজার দিয়ে মাটি কেটে জমির আকৃতি পরিবর্তন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সরেজমিনে গিয়ে উপরে ফেলা বন বিভাগের রোপিত চারা ও মাটি কাটার চিহ্ন দেখা যায়।
হবিরবাড়ী বিট অফিসার আশরাফুল আলম খান জানান, হবিরবাড়ী মৌজার ১৫৪নং দাগে মোট জমি ২৯৪.৩০ একর। সেখানে বন বিভাগের গেজেভূক্ত ২০১.৫০ একর। বনের গেজেট বিজ্ঞপ্তিত ০৫.৬২ একর জমিতে ২০২২-২০২৩ অর্থবছরে আকাশমনি ও আমলকি সহ বিভিন্ন প্রজাতির ২৫ হাজার চারা রোপন করেন বন বিভাগ। ২০ ধারায় গেজেট ভূক্ত সংরক্ষিত বন ভূমির প্রায় ৬একর জমি জবর দখলের উদ্দেশ্যে রোপিত চারা উপরে ফেলে এবং ভ্যাকু দিয়ে মাটি কেটে জমির আকৃতি পরিবর্তন করেছেন জনৈক মোঃ আবু তালেব নাজমুল ইসলাম। গত ১৭ (নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থল থেকে উপরিয়ে ফেলা খুটিসহ আকাশ মনি গাছে চারা ও বিভিন্ন আলামত জব্ধ করা হয়েছে। জবরদখল কারির বিরুদ্ধে বন আইনে মামলা সহ আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধিন।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ বলেন, বন ভূমি জবর দখলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত মোঃ আবু তালেব নাজমুল ইসলামের ফোন রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।