ময়মনসিংহ ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় খামারির ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৩:৫৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৬৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহর ভালুকায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মৎস্য খামার থেকে রাতে জাল ফেলে ও দিনেদুপুরে টিকিটের মাধ্যমে বর্শি দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বহুলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৭নভম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরজমিন ও স্থানীয়দের সাথে কথা বলে ও লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বহুলী গ্রামের মৃত ইন্তাজ আলী মন্ডলের ছেলে মো: নুরুল আমীন ১০ বছরের জন্য কাঠাপ্রতি ৩ হাজার টাকা চুক্তিকৃত বহুলী দাখিল মাদরাসার পিছনে অবস্থিত স্থানীয় চিতুলিয়া বিলটি লিজ নিয়ে বিভিন দেশিয় প্রজাতীর মাছের চাষ করে আসছিলেন। প্রতিপক্ষ আব্দুল আউয়াল সরকার ও তার ভাই আব্দুল মানান গত পাঁচমাস পূর্বে ওই বিলে জমি আছে বলে খামারীকে বিলটি ছেড়ে দেয়ার জন্য বলেন এবং প্রায়ই বিল থেকে রাতের আঁধারে জাল দিয়ে ও টিকিটের মাধ্যম বর্শি দিয়ে মাছ মারতে শুরু করেন। ইতোমধ্যে খামার থেকে পর্যায়ক্রমে প্রায় অধিকাংশ মাছ মেরে নিয়ে যাওয়া হয়েছে।
মাদরাসার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, চিতুলিয়া বিল তাদেরও বেশ কিছু জমি রয়েছে এবং খামার মালিক নুরুল আমিন তাদের চুক্তিমতো ভাড়া দিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষরা জাল ফেলে ও বরশি দিয়ে মাছগুলা মেরে নিয়ে যাচ্ছেন। এ ভাবে মাছ মেরে নিয়ে খামারীর সাথ জুলমবাজি করা হচ্ছে বলে ওই শিক্ষকরা জানান।
ক্ষতিগ্রস্ত খামার মালিক জানান, তিনি ২০১৮ সালে ১০ বছরের জন্য শর্তমাফিক স্ট্যাম্পের মাধ্যমে বিলটি লিজ নিয় যথাযথ ভাড়া দিয়ে মাছ চাষ করে আসছেন। বিলটিতে তার ২ একর ২৫ শতাংশ জমিও রয়েছে। ইতোমধ্যে প্রায় ৬ বেছের দেশিয় প্রজাতীর মাছ চাষ করেছেন এবং খামারে তার প্রায় ৫০/৬০ লাখ টাকার মাছ ছিলো। গত পাঁচ মাস আগে প্রতিপক্ষ আব্দুল আউয়াল সরকার বিলে তার কিছু জমি আছে বলে দাবি করে প্রথম বিলটি ছেড়ে দিতে বলেন। এখন তিনি দুই রাতে জাল ফেলে ও দিন টিকিটের মাধ্যমে অনবিরত বরশি দিয়ে খামারর প্রায় অধিকাংশ মাছ মেরে নিয়ে গেছেন। তাছাড়া তার খামার থেকে তাকে মাছ ধরতে বাঁধাসহ বিভিন হুমকী দিয়ে আসছেন। এমনকি গত ০৩ নভেম্বর আব্দুল আউয়াল সরকারের ছোট ভাই আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য) তার উপর হামলাও করে। এতে তার একটি চোখের মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। এসব ঘটনায় তিনি ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আউয়াল সরকার জানান, এক বছর আগে নুরুল আমিন তার কাছ থেকে লক্ষাধিক টাকার পোনা কিনছিলেন। কি ওই পোনা বিক্রির টাকা না দেয়ায় তিনি ওই খামার থেকে মাছ মেরেছেন। তাছাড়া ওই বিলে তার কিছু জমিও রয়েছে বলে জানান।
ভালুকা মডেল থানার কর্তব্যরত অফিসার এসআই ফজিকুল ইসলাম জানান, খামার থেকে মাছ মেরে নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় খামারির ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

আপলোড সময়: ০৩:৫৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহর ভালুকায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মৎস্য খামার থেকে রাতে জাল ফেলে ও দিনেদুপুরে টিকিটের মাধ্যমে বর্শি দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বহুলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৭নভম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরজমিন ও স্থানীয়দের সাথে কথা বলে ও লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বহুলী গ্রামের মৃত ইন্তাজ আলী মন্ডলের ছেলে মো: নুরুল আমীন ১০ বছরের জন্য কাঠাপ্রতি ৩ হাজার টাকা চুক্তিকৃত বহুলী দাখিল মাদরাসার পিছনে অবস্থিত স্থানীয় চিতুলিয়া বিলটি লিজ নিয়ে বিভিন দেশিয় প্রজাতীর মাছের চাষ করে আসছিলেন। প্রতিপক্ষ আব্দুল আউয়াল সরকার ও তার ভাই আব্দুল মানান গত পাঁচমাস পূর্বে ওই বিলে জমি আছে বলে খামারীকে বিলটি ছেড়ে দেয়ার জন্য বলেন এবং প্রায়ই বিল থেকে রাতের আঁধারে জাল দিয়ে ও টিকিটের মাধ্যম বর্শি দিয়ে মাছ মারতে শুরু করেন। ইতোমধ্যে খামার থেকে পর্যায়ক্রমে প্রায় অধিকাংশ মাছ মেরে নিয়ে যাওয়া হয়েছে।
মাদরাসার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, চিতুলিয়া বিল তাদেরও বেশ কিছু জমি রয়েছে এবং খামার মালিক নুরুল আমিন তাদের চুক্তিমতো ভাড়া দিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষরা জাল ফেলে ও বরশি দিয়ে মাছগুলা মেরে নিয়ে যাচ্ছেন। এ ভাবে মাছ মেরে নিয়ে খামারীর সাথ জুলমবাজি করা হচ্ছে বলে ওই শিক্ষকরা জানান।
ক্ষতিগ্রস্ত খামার মালিক জানান, তিনি ২০১৮ সালে ১০ বছরের জন্য শর্তমাফিক স্ট্যাম্পের মাধ্যমে বিলটি লিজ নিয় যথাযথ ভাড়া দিয়ে মাছ চাষ করে আসছেন। বিলটিতে তার ২ একর ২৫ শতাংশ জমিও রয়েছে। ইতোমধ্যে প্রায় ৬ বেছের দেশিয় প্রজাতীর মাছ চাষ করেছেন এবং খামারে তার প্রায় ৫০/৬০ লাখ টাকার মাছ ছিলো। গত পাঁচ মাস আগে প্রতিপক্ষ আব্দুল আউয়াল সরকার বিলে তার কিছু জমি আছে বলে দাবি করে প্রথম বিলটি ছেড়ে দিতে বলেন। এখন তিনি দুই রাতে জাল ফেলে ও দিন টিকিটের মাধ্যমে অনবিরত বরশি দিয়ে খামারর প্রায় অধিকাংশ মাছ মেরে নিয়ে গেছেন। তাছাড়া তার খামার থেকে তাকে মাছ ধরতে বাঁধাসহ বিভিন হুমকী দিয়ে আসছেন। এমনকি গত ০৩ নভেম্বর আব্দুল আউয়াল সরকারের ছোট ভাই আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য) তার উপর হামলাও করে। এতে তার একটি চোখের মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। এসব ঘটনায় তিনি ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আউয়াল সরকার জানান, এক বছর আগে নুরুল আমিন তার কাছ থেকে লক্ষাধিক টাকার পোনা কিনছিলেন। কি ওই পোনা বিক্রির টাকা না দেয়ায় তিনি ওই খামার থেকে মাছ মেরেছেন। তাছাড়া ওই বিলে তার কিছু জমিও রয়েছে বলে জানান।
ভালুকা মডেল থানার কর্তব্যরত অফিসার এসআই ফজিকুল ইসলাম জানান, খামার থেকে মাছ মেরে নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।